Showing posts from 2018Show all

Valo Achi Valo Thako(ভালো আছি ভালো থেকো) Lyrics

শিল্পীঃ  এন্ড্রু কিশোর ও কনক চাঁপা ভালো আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা খানি ।। বাউলের এই মনটারে ভিতরে বাহিরে আন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতরে বাহিরে আওন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরণে মুক… Read more

যদি কখনো ভুল হয়ে যায়

যদি কখনো ভুল হয়ে যায় তুমি অপরাধ নিওনা জানিনা কোনদিন ব্যথার প্রদীপ জ্বেলে চেয়ে থাকা পথ শেষ হবে কিনা।। মুসাফির আমি খুঁজে খুঁজে ভুল পথে যদি হারিয়ে যাই একদিন হয়তো কখনো আর ফেরা হবেনা অভিমানী পথ চেয়ে দিন গুনো না।। এই গান যদি সেই রাগিনীতে সুর হয়ে বাজে তোমার কানে জেন… Read more

আজকে রাতে

“তোমার পাশে বসে কাটিয়ে দিতে পারি হেমন্তের অজস্র রুপালি রাত। তোমার হাতে হাত রেখে হারিয়ে যেতে পারি উত্তাল বাতাসের সমুদ্রে। তোমার বুকে মাথা রেখে চোখ বুজে আমি দেখতে পারি স্বর্গের সব কটা খোলা জানালা।” আজকে রাতে… যে গান তুমি মোরে শোনালে সে গান ভুলে কভু যাবো না সে গ… Read more

ও বন্ধুরে প্রাণ বন্ধুরে

ও বন্ধুরে প্রাণ বন্ধুরে কবে যাব তোমার বাড়ি পিন্দিয়া গোলাপী শাড়ি টিকলি মাথায় ঘুমটা দিয়া রে।। আমি বধু সেজে বসে আছি তোমার পথ চেয়ে তুমি আসবে কবে বাজবে সানাই যাবে আমায় নিয়ে। সয়না আমার সয়না যে আর পারি না পারি না যে আর থাকতে একা ঘরে, থাকতে একা ঘরে।। আমি স্… Read more