ও বন্ধুরে প্রাণ বন্ধুরে
কবে যাব তোমার বাড়ি
পিন্দিয়া গোলাপী শাড়ি
টিকলি মাথায় ঘুমটা দিয়া রে।।
কবে যাব তোমার বাড়ি
পিন্দিয়া গোলাপী শাড়ি
টিকলি মাথায় ঘুমটা দিয়া রে।।
আমি বধু সেজে বসে আছি
তোমার পথ চেয়ে
তুমি আসবে কবে বাজবে সানাই
যাবে আমায় নিয়ে।
তোমার পথ চেয়ে
তুমি আসবে কবে বাজবে সানাই
যাবে আমায় নিয়ে।
সয়না আমার সয়না যে আর
পারি না পারি না যে আর
থাকতে একা ঘরে, থাকতে একা ঘরে।।
পারি না পারি না যে আর
থাকতে একা ঘরে, থাকতে একা ঘরে।।
আমি স্বপ্ন দেখি ফুল সজ্জা
লজ্জাতে যাই মরে
তুমি জড়িয়ে আছ বুকে আমায়
সারাটি রাত ধরে।
লজ্জাতে যাই মরে
তুমি জড়িয়ে আছ বুকে আমায়
সারাটি রাত ধরে।
দিন কাটে না রাত কাটে না
কোন কাজে মন লাগে না
বাঁচবো কেমন করে, বাঁচবো কেমন করে।।
কোন কাজে মন লাগে না
বাঁচবো কেমন করে, বাঁচবো কেমন করে।।
0 Comments
Post a Comment